স্টাফ রিপোর্টারঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চাঁদপুরের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৪ই সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী রির্টানিং কর্মকর্তা মোাহাম্মদ তোফায়েল হোসেন, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ,বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ আলী জিন্না পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি আশা করছি আসন্ন জেলা পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন। আমি বিশ্বাস করি স্বচ্ছ একটি নির্বাচন আমরা করতে পারবো।স্বচ্ছ নির্বচন উপহার দেওয়া একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষেই সম্ভব।
এসময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।