কোনো কৃষিজমি খালি রাখা যাবে না, যাদের জমি খালি থাকবে-সেখানে অন্যরা চাষাবাদ করবে -ফজলে করিম চৌধুরী এমপি

 

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি॥
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন রাউজান উপজেলার কৃষক ও মৎস্যচাষীদের উৎপাদিত মাছ-ফলমুল রাউজানের চাহিদা পূরণ করে।বাইর থেকে এনে মাছ-ফলমুল খেতে হয় না এ উপজেলার মানুষদের।নিজেদের চাহিদা পূরণ করে এখন বাইরে সরবরাহ দিতে পারে।গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি রাউজানের কৃষকদের মাঝে স্যালো পাম্প ও মাছের পোনা অবমুক্ত করার দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি সকালে গহিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করার পর উপজেলার ২৫টি পুকুরে সর্বমোট ২শত ৯৩ কেজি পোনা অবমুক্তকরণ করে উপজেলা মৎস্য বিভাগ।এই অনুষ্ঠানের পর ফজলে করিম চৌধুরী এমপি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আটটি ইউনিয়নের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো এলাকায় এক ইঞ্চি কৃষিজমি খালি রাখা যাবে না,এবং কোনো কৃষিজমি ভরাট করতে পারবেনা। যাদের জমি খালি রাখবে, তাদের জমিতে অন্যরা গিয়ে চাষাবাদ করবে। দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন,মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,কাউন্সিলর কাজী ইকবাল,আলহাজ্ব বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,প্রিয়তোষ চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ,বিএম জসিম উদ্দিন হিরু,মুছা আলম খাঁন,সুমন দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১:২৫)
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১