বগুড়া সদর লাহিড়ী পাড়াতে গৃহবধূ নির্যাতনের পর মাথার চুল কেটে দিলো শাশুড়ী

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়া সদরের লাহিড়ী পাড়ার মধুমাঝিড়া গ্রামে বিলকিস আক্তার (৩২) নামে এক গৃহবধুকে মারপিট করে মাথার চুল কেটে দেয়া হয়েছে। পারিবারিক বিরোধে ওই গৃহবধুর ওপর শ্বাশুড়ি ও ননদ নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতিত গৃহবধু বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ করা হয়েছে, গৃহবধুর স্বামী চাকরী সুত্রে বগুড়া  জেলার বাইরে রয়েছেন। শনিবার রাতে পারিবারিক বিরোধের জের ধরে ননদ ও শ্বাশুড়ি ঘুম থেকে তুলে মারপিটের একপর্যায়ে মাথার চুলের কিছু অংশ কেটে দেয়। স্বামীর নির্দেশে তাকে নির্যাতন করা হয় বলে দুই সন্তানের জননী ওই গৃহবধু অভিযোগ করেন। গত রবিবার দুপুরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। নির্যাতিত গৃহবধু জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৬:১৭)
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১