শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা খাতুন @ ভাবী (৪৭) ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। তিনি থানাধীন মনোহরপুর (পশ্চিমপাড়া) গ্রামের অলিয়ার রহমান স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০.১৫ মিনিটে থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময় এস.আই (নিঃ)/ মোঃ আব্দুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ মনোহরপুর (পশ্চিমপাড়া) গ্রামের নিজ বসত ঘরের সামনে হতে ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা খাতুন @ ভাবী (৪৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় ঝিকরগাছা থানার মামলা নং-১৮। তাং-১৮/০৯/২০২২ইং। এছাড়াও আসামী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা খাতুন @ ভাবীর বিরুদ্ধে ঝিকরগাছা থানার এফআইআর এর ৬টি পুরাতন মামলা রয়েছে।