নওগাঁর রাণীনগর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন

 

অন্তর আহমদে নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ অন্যান্য সংক্রামক রোগীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নবনির্মিত আইসোলেশন ওয়ার্ডের চাবি হস্তান্তর করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। একই সময় সেবার মান উন্নয়নে হাসপাতালে নতুন ডিজিটাল কালার আলট্রাসনোগ্রাম মেশিনেরও উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসবের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহ মো. শহিদুল হক সহ হাসপাতালের সকল চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১১:১৮)
  • ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১