নিউজ ডেস্কঃ কোভিড-১৯ রোনাভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে এবারই প্রথম ভর্তি পরীক্ষা হচ্ছে না রাজধানীর স্বনামধন্য নটরডেম কলেজে। এবার জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইতিমধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের এসএসসির নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করা হবে। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় কলেজের ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত তথ্য ও যোগ্যতা তুলে ধরা হয়েছে। এর আগে আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক নির্দেশনায়, ২০ জুনের মধ্যে নিজস্ব পদ্ধতিতে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম শেষ করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।