কবি: রৌনকা আফরুজ সরকার
তোমার ভুবন ঘিরে
এলো বুঝি মধুরো বসন্ত ফিরে,
দেখো আমার বুক চিরে
নোনা জলের নদী বইছে ধীরে।
তুমি তোমার বাসন্তীকে লয়ে
ফুল বাতাসে যাও বয়ে,
আমি কেবলি যাই সয়ে
উদাসী বাউল পথিক হয়ে।
তুমি মত্ত কুহুতানে
আমি মত্ত তোমার ধ্যানে,
বসন্ত গীত যখন তোমার সনে
কেবলই একা থাকার যুদ্ধ আমার মনে।
তুমি বুঝতে পারনা আমার না বলা কথা
তাই বসন্তদিনে হৃদয়ে বসন্ত ব্যাথা,
আমিও যেতে চাই সেথা
যেখানে রয়েছে বসন্ত ব্যাকুলতা।
আমি শুনি বসন্ত বাহার
জানিনা কি হয়েছে আমার,
জীবন যেনো ভাঙ্গা নদীর পাড়
বসন্ত যেনো বুকের ছেড়া তার।