হরিণ এক লাফে যায় ২৩ হাত,আর বাঘ এক লাফে যায় ২২ হাত।তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা… বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কারণ কী…..? কারণ হলো, হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনে ফিরে তাকায়, বাঘের থেকে সে কতটা এগিয়ে তা বুঝার জন্য,আর এটাই সর্বনাশের কারণ! পিছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই ২৩ হাত পিছনে চলে আসে।তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই, দৃঢ় প্রত্যয় সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে- “স্বপ্নের কাছাকাছি পৌঁছা..! {লেখা ও ছবি সংগ্রহ }
আপডেট টাইম : শনিবার, মে ২৯, ২০২১, ২৪৫ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- সোমবার (দুপুর ১:৫৫)
- ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
- ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
- ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)