কবিতা: বিজয়ী – কবি ফয়েজ খান

 

বিজয়ী মানে থেমে থাকা নয়
শুধুই এগিয়ে যাওয়া,
বিজয়ী মানে ঘরে বসে নয়
স্ব পরিশ্রমে সাফল্যের দেখা পাওয়া,
বিজয়ী মানে বীরের ভেসে
সূদুড় পায়ে এগিয়ে যাওয়া,
বিজয়ী মানে সফলতার
জন্য আপন মহিমায়
উদ্ভাসিত হওয়া,
বিজয়ী মানে শত প্রলোভন
বিলাস বাসনা ত্যাগে
এক নির্ভিক সৈনিক,
বিজয়ী মানে মিথ্যে প্রথা
সমাজ সংস্কৃতি ভেঙে
দেখানো আলোর দিক,
বিজয়ী মানে সদা সর্বদা
নব দিগন্তের সূচনা,
বিজয়ী মানে অন্যের
দাসত্ব কখনো করে না কামনা,
বিজয়ী মোরা
বিজয়ের ভেসে আনবো
সোনালী দিন,
আল্লাহর অফুরন্ত রহমতে
আসবে জীবনে অবশ্যই
সুন্দর সুখের দিন,

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:০০)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১