শিয়াম সাধনার মাস মাহে রমজান,
হাউজে কাউসারের পানি করাবে পান।
রহমতের মাস মাহে রমজান,
যত পারো গরিবের করো তুমি দান।
মাগফেরাতের মাস মাহে রমজান ,
মাফ চাও তুমি হোক না গুনা পাহাড় সমান।
নাজাতের মাস মাহে রমজান,
ক্ষমা চাও দোজখ হতে পারে পরিত্রান।
বরকতের মাস মাহে রমজান,
রোজাদারকে ইফতার ও পানি করাও পান।
আত্মশুদ্ধির মাস মাহে রমজান,
জান্নাতের আশায় হও বলীয়ান।
কোরআন নাজিলের মাস মাহে রমজান,
যা ‘মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান।
শবর বা ধৈর্যের মাস মাহে রমজান,
ইসলামে ধনী-গরিব সবাই সমান।
ত্যাগের মাস মাহে রমজান,
এ মাসে বদর যুদ্ধে জয়ী হয় মুসলমান।
আপডেট টাইম : বুধবার, মার্চ ২৯, ২০২৩, ১৮৮ বার পঠিত