কবিতা: চাঁদপুর কন্ঠ- কবি বি এম ওমর ফারুক

(আজ১৭ই জুন প্রতিষ্ঠা বার্ষিকী)
আশা নিরাশার দোলায় দুলিতে দুলিতে
কতগুলো বছর তুমি করিলে পার,
একজন চিত্রবান পুরুষের প্রয়াসে জন্মে
জন্ম সার্থক হয়েছে তোমার।
সেই দিনের নবজাতক তুমি শৈশব পেরিয়ে
কৈশোরে দিয়েছো পা,
দু ‘চোখ আমার ভরেছে আনন্দ অশ্রুতে
হেরিয়া তোমার সুস্থতা।
তোমার সুস্থতায় দেখেছি কত আপনজন,
ভাঙতে পারেনি শত সমস্যায় সেবকদের মন।
তুমি অনন্যা, তুমি নও কাহারো পক্ষে
দেশ বিদেশের নানান খবর থাকে তোমার বক্ষে।
নানান বিভাগে সুসজ্জিত তুমি পাঠকের তরে,
তাইতো পাঠক তোমায় বেশি বেশি পড়ে।
তোমার অন্ন জোগাতে প্রতিনিয়ত কতো সাংবাদিককে
ছুটতে হয় শহর থেকে শহরতলীতে,
আরামকে হারাম করে জীবনের ঝুঁকি নিয়ে
কলম যুদ্ধে উপনীত হয় দুর্বার গতিতে।
নিষ্ঠা ও কর্তব্য পালনে যারা করেনি ভুল
তাদেরই একজন এম এম এ বাতেন, মমিন ও নজরুল।
যুদ্ধাহত মির্জা মোহাম্মদ আলী তাদের পরে মরেছে
কবি জাকির হোসেন, স্বপন রক্ষিত তাদেরকে মনে পড়ছে।
যারাতোমায় ছেড়েছে তাদের তুমি ভুলনা,
যারা আছেন তাদের হয়না তুলনা।
১৭ ই জুন আসলে পরে সবাই তোমায় মনে আটে
ইকবাল ভাইয়ের ছোট্ট ঘরে প্রথম তোমার প্রকাশ ঘটে।
কতো লেখক-সাংবাদিক সৃষ্টি হলো তোমার সেবার সূত্র ধরে,
হকার্স মার্কেট এসেছে ঘুরে, এখন না হয় প্রাসাদ জুড়ে।
জিও তুমি হাজার বছর নিরপেক্ষতার ছোঁয়া নিয়ে,
সাদরে পড়বে তোমায়,হকার থেকে কিনবো গিয়ে।
নাম না জানা কত নাম আসেনি মোর এই কবিতায়
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো
এ কামনায় নিলাম বিদায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:৪২)
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০