আষাঢ়ে আকাশ থাকে মেঘে মেঘে ঢাকা
দ্বিপ্রহরেও রবিরশ্মি যায় না যে দেখা।
দেবারাত্রি হয়ে যে মুষলধারে বৃষ্টি,
পথ ঘাটে হয় যে কাঁদার সৃষ্টি।
খাল বিল ডোবা ভরে বৃষ্টি জলে,
ঘরবাড়ি ডুবে যায় পাহাড়ের ঢালে।
সবাই বলে এবারও হবে নাকি বন্যা,
আগাম ই ভাবে ওরা কোথায় দিবে ধর্ণা
নদীতে মাছ নেই বলে কপাল মন্দ,
জাতীয় ফল শোভা পায় রুজি যে বন্ধ।
বিনা বর্জ্যে হয় বৃষ্টি আষাঢ়ের সৃষ্টি,
বন্যা-মাছের প্রতি সবার দৃষ্টি।
গ্যাঁ গোঁ ডাকে ব্যাংঙ, বস্ ছে ওদের মেলা,
আষাঢ়ের পানিতে করছে ওরা খেলা।
আপডেট টাইম : শুক্রবার, জুলাই ৭, ২০২৩, ৩৬২ বার পঠিত