বড় বোন’ নাটকে অভিনয় করলেন অভিনেত্রী  শ্রাবন্তী শেলীনা

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: মডেল-অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা। নিয়মিত মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন সম্ভবনাময়ী এই অভিনেত্রী। ২০১৫ সালে একটি একক নাটকে অভিনয় দিয়ে পথচলা শুরু করেন তিনি।  এই মডেলের দারাজ, ভিভেল কফি, ফিজি আইস টি, যমুনা ইলেক্ট্রনিকস বিজ্ঞাপনচিত্রগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এছাড়াও কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি।

সম্প্রতি তিনি শেষ করলেন ফজলুল সেলিম পরিচালিত ‘বড় বোন’ নাটকে । নাটকটি পুবাইলের বিভিন্ন স্থানে দৃশ্যধারনের কাজ শেষ করেছেন ।নাটকটি নিয়ে কথা হয় অভিনেত্রী  শ্রাবন্তী শেলীনা সাথে তিনি বলেন, নাটকটি একটি আলাদা গল্প । আর এই নাটকটির পরিচালক একটু অন্যভাবে কাজ করেন । তার কাজ গুলো খুব আকর্ষনীয় ।আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না । আর নাটকটি একটি পরিবারর আর বড় বোনের যে ভালোবাসা সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বাকিটা  আপনারা নাটকে দেখতে পারবেন । আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই বেশী করে বাংলা নাটক দেখবেন । আপনারা যত বেশী নাটক দেখবেন আমরা আরো তত বেশী নাটক করতে পারবো

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৫:০৯)
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১