ইউরোপা লিগ ফাইনালে ফ্রাঙ্কফুর্ট

যমুনা নিউজ বিডিঃ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট উঠে গেল ইউরোপা লিগ ফাইনালে। ৪২ বছরে প্রথমবার এ প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে জার্মানরা। বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১০ জনের ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় তারা ফাইনালে।

৪৮ হাজার দর্শকের সামনে রাফায়েল বোরে ২৬তম মিনিটে একমাত্র গোল করেন। এই একটি গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। গত সপ্তাহে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল ইংলিশ ক্লাব। বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে ওয়েস্ট হ্যামকে। ১৯ মিনিটে জেনস পিটারকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যারন ক্রেসওয়েল। তারপর থেকে ইংলিশ ক্লাবটি নখদন্তহীন। এমনকি তাদের কোচ ডেভিড ময়েসও ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন হতাশায় ক্ষুব্ধ হয়ে বলে লাথি দিয়ে। জার্মানরা শেষবার ইউরোপিয়ান ফাইনাল খেলেছিল ১৯৮০ সালে। আগামী ১৮ মে তারা মুখোমুখি হবে রেঞ্জার্সের, স্কটিশ দলটি বিদায় করেছে আরবি লাইপজিগকে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৮:০৮)
  • ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১