নরসিংদীর পুটিয়া হাট থেকে ৯০টি বন্য পাখি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া হাটে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

এসময় পুটিয়া হাটে বিক্রির সময় ৯০টি বন্যপাখি উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২টি মাছরাঙা পাখি, ২০টি ঘুঘু, ৩০টি শালিক, ২৮টি মুনিয়া ও ১০টি টিয়া। অভিযান টের পাখি বিক্রেতা পালিয়ে যায়।

এ অভিযানের বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, শিবপুরের পুটিয়া হাট থেকে ৯০টি বন্য পাখির মধ্যে ৭৬টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করেছি। এখানে ২৪টি পাখি বাচ্চা অবস্থায় থাকায় আমরা তা পালন করার জন্য রেখে দিয়েছি। এই পাখিগুলো যখন প্রকৃতিতে উড়তে পারার মতো সময় আসবে তখন এগুলো অবমুক্ত করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৮:১০)
  • ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ