রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র (অনুর্ধ ১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজিবুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এস.এম.আশরাফুল আলম, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মোঃ রাজীব সরদার, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ , সাব-ইন্সপেক্টর রিফাজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আঃ মান্নান, রামপাল কলেজের শরীর চর্চা বিভাগের প্রভাষক মোঃ তাহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় রামপাল সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়ন দল অংশ গ্রহন করে। খেলায় রামপাল সদর ইউনিয়ন দল বিজয়ী হয়।