পেকুয়ায় বড় ভাইকে পেঠালো ছোট ভাই!

পেকুয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় জমির বিরোধ নিয়ে বড় ভাইকে পিটিয়ে মারাত্বক জখম করেছে আপন ছোট ভাই। এ সময় বয়োবৃদ্ধ পিতা ছৈয়দ আহমদ (৭৫) উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও শারীরিক লাঞ্চিত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিবার (৯ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সৌদি প্রবাসি শাহাব উদ্দিন (৫৫) একই এলাকার ছৈয়দ আহমদের ছেলে।আহত শাহাব উদ্দিন বলেন, ছোট ভাই জসিম উদ্দিনের সাথে খরিদা সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আমার ভোগ দখলীয় খরিদা জমিতে মাটি কাটতে গেলে ছোট ভাই বাধা দেয়। এ নিয়ে সমাজপতি আমার জেঠাতো ভাই হোসেন আহমদের বাড়িতে বৈঠক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জসিম উদ্দিন ও তার স্ত্রী লিকু আক্তার মারধর করে। ইলেকট্রনিকস টর্স লাইট দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। টর্স লাইটের আঘাতে মাথা ফেটে দেয়।প্রত্যক্ষদর্শী শাহাব উদ্দিনের স্ত্রী হাদিসা বেগম বলেন,জায়গা আমাদের। জসিমের জায়গা তার অনুকুলে ভোগ দখল আছে। এরপরেও লোভের বশীভুত হয়ে জায়গার অযুক্তিক দাবী তুলছে। আমার স্বামীকে পিটিয়ে আহত করে।শাহাব উদ্দিনের পিতা ছৈয়দ আহমদ বলেন, ২০ শতক জমি নিয়ে দুই ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সন্তানদের নামে আমি জমি কিনেছি। ভাগ বন্টও করে দিয়েছে। যার যার জায়গায় তারা দীর্ঘ বছর ধরে ভোগ দখলে আছে। শাহাব উদ্দিন তার দখলীয় জমি থেকে মাটি বিক্রি করতে চাইলে ছোট ছেলে জসিম বাধা দেয়।হাকাবকা করে। শালিসি বৈঠকে বড় ছেলেকে পিটিয়ে রক্তক্ত জখম করে। তার স্ত্রীও এসে মারপিটে জড়িয়ে পড়ে। সে আমাকেও শারীরিক লাঞ্চিত করে। আমি এর উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ২:৪২)
  • ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১