(১৪৯২সালেস্পেনের রাজা ফার্ভেনেন্ত ঘোষণায় মুসলমানরা মসজিদে আশ্রয় নেয়।)
ধোকা দিয়া বোকা বানায়
বলছে এপ্রিল ফুল
কিসের দিবস করছো পালন
জানো ইতিহাসের মূল।
সন্ধির নামে বন্দী করে
লক্ষ মুসলমান
মসজিদ সহ পুড়িয়ে মারে
কত তাজা প্রাণ।
এ আনন্দ স্পেন বাসীর
মুসলমানদের তো নয়
কোনো ছলে করলে পালন
মুমিনের মনে কষ্ট হয়।।
তাই আজি হতে এ দিবস
করি বর্জন
জ্ঞান ইতিহাসের পাতা থেকে
করি অর্জন।।
আপডেট টাইম : শুক্রবার, মার্চ ৩১, ২০২৩, ৭৬ বার পঠিত
