তৌসিফের সুর ও সংগীতে গাইলেন রাজু চাকলাদার

 

খ্যাতিমান সংগীত শিল্পী তৌসিফ আহমেদের সুর ও সংগীত আয়োজনে ‘বাম পাঁজরের হাড়’ শিরোনামের গানটিতে কন্ঠ দিলেন ‘কান্নার রঙ’ খ্যাত তরুণ সংগীত শিল্পী রাজু চাকলাদার। গানের কথা লিখেছেন তরুণ গীতিকার এম. ইমরান।

তৌসিফ আহমেদ গান প্রসঙ্গে বলেন, “নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করার প্রথম প্রয়াস ‘বাম পাঁজরের হাড়’। রাজু চাকলাদার এর গায়কী চমৎকার এবং সে খুব ভাল গেয়েছে গানটা। আমার বিশ্বাস মিউজিকে সে অনেকটা পথ পাড়ি দেব।”

উচ্ছ্বসিত রাজু চাকলাদার গানটি প্রসঙ্গে জানালেন-
“গানটির কথা যেমন চমৎকার, সুরও তেমন হৃদয়গ্রাহী। তৌসিফ আহমেদ ভাইয়ার সুর ও সংগীতে গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করছি গানটি শ্রোতাদের রোমাঞ্চিত অনুভূতি দেবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ সূত্র জানায়, তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে ‘বাম পাঁজরের হাড়’ গানটির লিরিক্যাল ভিডিও। গানের লিঙ্ক: https://youtu.be/vDRJImNWtXA

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (বিকাল ৩:১৮)
  • ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১