জাতীয় জন্ম নিবন্ধন দিবসে সেরার কাতারের ঝিকরগাছা পৌরসভা

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা (যশোর) : জাতীয় জন্ম নিবন্ধন দিবস ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলার সকল পৌরসভা ও ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়নের মধ্যে আগস্ট-সেপ্টেম্বর/২২ জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জন করেছে ঝিকরগাছা পৌরসভা। বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁনের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করছেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এছাড়াও সকল উপজেলা ও সকল পৌরসভার ওয়ার্ড ভিত্তিক জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করছেন ঝিকরগাছা পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর (সংরক্ষিত আসন) মোছাঃ জেসমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত সহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ।
পুরস্কার পাওয়ার বিষয়ে ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, কাজ করলে তার প্রতিদান পাওয়া যায়। আমরা কাজ করেছে বলে আজ আমাদেরকে জেলা প্রশাসক তার নিজ হাতে পুরস্কার তুলে দিলেন। আমি আশাকরি সবাই যদি ভালো কাজ করে তাহলে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে আমাদের বেশি সময় লাগবে না। আসুন সবাই মিলে সঠিক কাজ করে আমরা সোনার বাংলা গড়ে তুলি।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৩৫)
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১