ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত।

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী -দিনাজপুর সড়কের বারাইহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,বুধবার বিকেলে মিম এন্টার প্রাইজ সিলেট জ১১-০৫৫৯ নামে একটি বগুড়া মেইলবাস ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায়, বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকটি বাসটিকে ক্রস করার সময় বাসের পিছনের দিকে ডান পাশে ধাক্কা লাগে এসময় যাত্রীবাহী বাসের পিছনের ছিটে থাকা অজ্ঞাত ১৮ বছর বয়সি এক বাসযাত্রী ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক গাড়ীটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৯:৩৭)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০