৭৫বছর বৃদ্ধ মুসাফির’র আকস্মিক মৃত্যু

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম বায়জিদ মাজার প্রাঙ্গনের নীচে ময়দানে আমিন হোসেন নামে ৭৫বছর বৃদ্ধ মুসাফির’র আকস্মিক মৃত্যু!
দীর্ঘ ৪০বছর যাবৎ মুসাফির বেশে বিভিন্ন অঞ্চলের নানা প্রান্তে ধর্মীয় বিশ্বাসের জেরে বিভিন্ন মাজারে মাজারে কাটাইতেন।ঘটনাক্রমে আকষ্মিক মৃত্যুতে সবাই শোকাহত। সকলের কাছে একবাক্যে মুখে মুখে সবার কাছে সুপরিচিত ছিলেন।কর্মগুনে প্রশংসিত সৎ চিন্তা চেতনার অধিকারী ছিলেন।মৃত্যুর আগে বলে গেছেন যে, আজ তিনি দুনিয়া থেকে চলে যাবেন। কথামতে জুমাবাদ নামাজ শেষে আসরের সময়য়েও নাকি পত্যক্ষদর্শীদের সাথে কথা হয়েছে মৃত বিদায়ী ব্যক্তি বলেছিলেন তিনি না ফেরার দেশে চলে যাবেন।

১৬ডিসেম্বর,শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০মি.মাজারের নীচে
পুকুরে পশ্চিম উত্তর কর্ণারে অযুখানার পাশে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিয়ূন) নাম-আমিন হোসেন মৃত্যুকালে তিনি ৩ছেলে দুই মেয়ে রেখে যান। গ্রাম-নারায়পুর,ইউনিয়ন ও থানা-পুবাইল,জেলা-গাজিপুর।

পরে রাত ৮টায় মজারের খাদেমের সহায়তায় যোগাযোগে মাধ্যমে তার ছেলে কামাল হোসেন মৃত ব্যক্তি তারই বাবা সনাক্তকরণে নিশ্চিত হলে। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শত মানুষের জানাজায় উপস্থিতি সকাল ১১টায় দাফন কাফন সুসম্পন্ন হয় বলে জানাই তার ছেলে কামাল।

এবং দীর্ঘ সময়ে জীবনেকালে তাঁর কর্মের ইতিবাচক প্রসংসা গুনগানে সতস্ফূর্ত অনুভূতি স্মৃতি চারণ করেন তার পরিচিতি সকলেই। নিঃসন্দেহে সবার অনুভূতি স্মৃতিতে তিনি একজন নিঃস্বার্থ আল্লাওয়ালা ও লোকহিসেবেও ছিলেন সাধারণ ও সহজ সরল। তিনি ফরিদপুর আটরশি পীরের অনুগত মুরীদ ছিলেন।

উল্লেখ্যঃ জানা যায়,তিনি সর্বদাই মাজার প্রাঙ্গনে অবস্থানকালে অন্যান্যাদের থেকে ছিলেন ভিন্ন প্রকৃতির। তিনি অন্যদের মত দর্শনার্থীদের কাছে,কারো কাছ থেকে টাকা-পয়সা,খাবার এসব কিছু চাইতেন না। খাবার অন্যকে দিয়ে দিতেন।সবার দেওয়া খাবার দেওয়া টাকা পয়সাও তিনি নিতেন না। ছিল না কোন বদঅভ্যাস সিগারেট খেতেন না,কোন নেশাদ্রব্যের প্রতি বদঅভ্যাস,আকর্ষণ এ-সব ছিল না।মাজারের খাদেমগণ এর কাছেও ছিলেন আদরের।খেদমতের কাজে মাজার এবং মসজিদ প্রাঙ্গন পরিষ্কার পরিছন্ন করতেন নিয়মিত।

বায়জিদ মাজারের খেদমতে ও খাদেমদের অনুগত ছিলেন। এবং সবার কাছে ছিল সুপরিচিত কারো কাছে তার প্রিয়ব্যাক্তি। মৃত্যুতে সত্যি সত্যিই আজ সবাই আশ্চর্য অভাগ বিস্মিত। আকস্মিক মৃত্যুতে বৃদ্ধ বয়সে মাজার প্রাঙ্গণে মৃত অবস্থান দেখিয়ে কিছু লোক তার দাফন কাফনের জন্য টাকা তুলছে। তাদের কাছে নাম্বার নাম পরিচয় জানতে চাইলে মাজারের খাদেমের কথা বলে নাম্বার দেওয়া যাবে না এবং তারা নাকি মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের লোকজন তাদের সাথে শোভন আচরণ করে বলে দাবি করে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১:৫৪)
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১