গভীর রাতে রাউজান থানার সুইপার সেলিমের হামলায় আহত দুজন

রাউজান প্রতিনিধি ঃ রাউজান থানায় সুইপারের চাকরী করা সেলিম ও তার সহযোগিদের হামলায় আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার দম্পতি গুরুতর আহত হযেছে। গত ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ওয়াহেদের খীল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিরিচ ও ধারালো দা নিয়ে সেলিম হামলা করলে জরুরী সেবা ৯৯৯ ফোন করেন স্থানীরা। পরে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও সেলিমকে গ্রেফতার না করে আহতদের হাসাপাতালে পাঠিয়ে দেয়। জানা যায়, সরকারী খাস টিলা ভুমিতে ভুমিহীন শতাধিক পরিবার বসবাস করেন। একই ভাবে বাড়ি করেন থানার সুইপার সেলিম। বসবাসকারীরা মাদকসেবী সুইপার সেলিম ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠে। থানায় সুইপার পদে চাকুরী করার সুবাদে থানায় উদ্ধার হওয়া পাহাড়ী চোলাই মদ ও গাঁজা চুরি করে মাদক সেবীদের কাছে বিক্রি করে। জানা গেছে সেই নিজেও নিয়মিত মদ ও গাজাঁ সেবন করে। প্রতিদিন রাতেই তার সহযোগীদের নিয়ে এলাকায় মাতলামী করে বেড়ায়। আতশবাজী ফুটিয়ে এলাকার লোকজনের মাঝে আতংক সৃষ্টি করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে ৫টি পরিবার তাদের বসতঘর ছেড়ে পালিয়ে গেছে। সেলিম ও তার সহযোগীদের অত্যাচার নির্যাতনের বিষয়ে স্থানীয় আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার স্থানীয় কাউন্সিলর কাছে সেলিমের অত্যারের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে কাউন্সিলর সেলিমকে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি থেকে বিরত থাকার সর্তক করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কিরিচ ও ধারালো দা নিয়ে আবদুর রহিমের ঘরে হামলা করেন। আহত আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এলাকায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন। আহত আবদুর রহিম ও তার স্ত্রী বলেন, গভীর রাতে মদ্যপায়ী সুইপার সেলিম তার সহযোগীদের নিয়ে আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাদের বেদম প্রহার করে। এ ব্যাপারে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাদকসেবী সেলিম রাউজান থানায় সুইপারের চাকুরী করার সুবাদে এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলেছেন। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাতেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেলিম ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিরা এখনো ঘটনার বিষয়ে রাউজান থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে মাদকসেবী সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৯:১৩)
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০