রাউজান প্রতিনিধি:
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (রহ:) হিফযখানা ও এতিমখানা’র ছাত্রদের মাঝে ড্রেস বিতরণ ও দারিদ্র্য বিমোচন প্রকল্প’র পরিচালনায় মহিলাদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।২০ সেপ্টেম্বর বুধবার বিকালে মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম.সরোয়ার্দী সিকদার। নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দারিদ্র বিমোচন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, গিয়াস উদ্দিন চৌধুরী, আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন চৌধুরী, মোদাচ্ছের হায়দার মেম্বার, ফজলুল কাদের, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, তাঁজ উদ্দিন খান সোলাইমান, জিয়াউর রহমান মেম্বার, কাজী হেলাল উদ্দিন, নুরুল হক, আক্কাস উদ্দিন মানিক,এস এম তছলিম উদ্দিন,আব্দুল্লাহ আল নোমান, মাওলানা সাজ্জাদ হোসেন, কুতুব উদ্দিন সিকদার, ওসমান প্রমুখ। জানা গেছে ,শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় নোয়াজিষপুরে মহিলাদের বিনামূল্যে
৩মাসব্যাপী ২০জন প্রশিক্ষনার্থীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট দেয়া হয়েছে।
আপডেট টাইম : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩, ১২৮ বার পঠিত