হাজীগঞ্জ জোড়া খুনের ঘটনায় রহস্য উদঘাটন ও জড়িত ১০ জন আসামী গ্রেফতার

গত ০৮-০৯-২০২৩খ্রিঃ হাজীগঞ্জের জোড়া খুনের ঘটনায় পুলিশ সুপারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনার পর হতে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত মামলার ঘটনায় জড়িত ১০ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ সোহাগ হোসেন @ সোহাগ মুন্সি (২৯) ২। মিজান @ গোলাম আজম @ মোঃ মিজান হোসেন(৬৯) ৩। মাসুদ রানা(২৫), ৪। শ্যামল চন্দ্র শীল(২০), ৫। মোঃ আলমাস(৩৫), ৬। মোঃ নেছার আহম্মেদ(৩০), ৭। মোঃ রাকিব হোসেন(২৩), ৮। মোঃ রাশেদ @ মোঃ রাসেল(২৬) ৯। মাসুদ কামাল (৪৫) ১০। শাহ আলম @ বাবুল (৪২)। ধৃত আসামীদের মধ্যে মোঃ সোহাগ হোসেন @ সোহাগ মুন্সি (২৯) ও মিজান @ গোলাম আজম @ মোঃ মিজান হোসেন (৬৯) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় প্রদান করে। গত ২৩/০৯/২০২৩খ্রিঃ ঘটনায় চুরি হওয়া ০১ (এক)টি পিতলের গ্লাস আসামী মিজানের বসত ঘরের শোকেস হতে মামলার তদন্তকারী অফিসার উদ্ধার পূর্বক জব্দ করে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গত ০৮/০৯/২০২৩খ্রিঃ তারিখ রোজ শুক্রবার রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় আসামী নেসার @ নাসির, মিজান কে নিয়ে বাবুলদের বাড়ীতে যায়। পরবর্তীতে বাবুল, মাসুদ, সোহাগ দুলাল সাহার কেয়ারটেকার উত্তম চন্দ্র বর্মণ @ তুফান এবং তার স্ত্রীকে ভয় দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনামতে এসক্রাপ মাসুদ কাঁটার দিয়ে ঘরের পূর্ব পাশের্^র জানালার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে বাহিরে অবস্থানরত মিজান, রাকিব, নাসির @ নেসার, শ্যামল, আলমাস ঘরের ভিতর প্রবেশ করে পশ্চিম পাশের রুমে ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ @ তুফান এবং তার স্ত্রী কাজলী রাণী বর্মণকে টিভি দেখা অবস্থায় পেয়ে তাদের হাত পা বেঁধে ফেলে। আলমাস নেকড়া দিয়ে উত্তম চন্দ্র বর্মণ @ তুফান এর মুখ চেপে ধরে এবং শ্যামল সহ ঘরের উত্তরের রুমে নিয়ে যায়। পরবর্তীতে রাকিব, এসক্রাপ মাসুদ, আলমাস উত্তম চন্দ্র বর্মণ @ তুফান এর স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৮) কে মুখ চাপা দিয়ে ধরে বসত ঘরের পূর্ব পাশের্^র রুমে নিয়ে যায়। ঘরের ভিতরে থাকা রাকিব, শ্যামল, আলমাস, এসক্রাপ মাসুদ ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ @ তুফান (৬৮) এবং কাজলী রাণী বর্মণ (৫৮) দ্বয়কে তাদের পরনের কাপড় গলায় পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভিতরে থাকা ১টি সাদা বস্তা নিয়ে, ৩টি পিতলের প্লেট, ২টি পিতলের চামচ, ২টি পিতলের গ্লাস, ২টি পিতলের বাটি, পূজা করার ২টি পিতলের বাটি নিয়ে যায়। গ্রেফতারকৃত অন্যান্য আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।

গত ০৭/০৯/২০২৩খ্রিঃ রাত অনুমান ০৯.৩০ ঘটিকা হতে ০৮/০৯/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় হাজীগঞ্জ থানাধীন উত্তর বড়কুল সাকিনে কালা শীতলনাথ বাড়ির দুলাল সাহার বিল্ডিং ঘরে বসবাসরত ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ প্রকাশ তুফান (৬৮) ২। কাজলী রাণী বর্মণ (৫২) দ্বয়ের জোড়া খুনের ঘটনায় ভিকটিমের মেয়ের অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার মামলা নং-১০,তারিখ-০৮/০৯/২০২৩খ্রিঃ,ধারা-৪৬০/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড রুজু হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার, (হাজীগঞ্জ সার্কেল)পংকজ কুমার দে ও আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানা এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ হাজীগঞ্জ থানার একটি চৌকস দল মামলার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:৩৪)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০