শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে চার পরিবারের বসতঘর। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের জানালী হাট লেদু সওদাগর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সংবাদ দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির ফরিদ, বাবুল, হারুন ও পারভিন আকতার।হারুন জানান, তার মেয়ের বিয়ের জন্য রাখা নগদ দেড় লাখ টাকাসহ স্বর্ণালংকার পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছু বের করতে পারেনি।
এতে চার পরিবারের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কাউন্সিলর শওকত হাসান। মঙ্গলবার সকালে রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে চার পরিবারকে এমপি ফজলে করিম চৌধুরী পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আপডেট টাইম : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১৬৮ বার পঠিত