সুপার শপের পর কাঁচাবাজারেও পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। ১ অক্টোবর থেকে সব সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সব কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে এ পদক্ষেপ কার্যকর হবে। একই সঙ্গে ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি সামগ্রীর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারের তরফ থেকে ব্যবসায়ী ও জনসাধারণকে অবগত করে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। এরই প্রেক্ষিতে চাঁদপুরেও সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের বিষয়ে সড়ক প্রচার করছে জেলা তথ্য অফিস। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলা ও শহর এলাকায় এ বিষয়ে মাইকিং করার দৃশ্য।