চিকেনের তেলেই বানান চিকেন রোস্ট

যমুনা নিউজ বিডিঃ মাছের তেলে যদি মাছ ভাজা যায় তাহলে চিকেনের তেলে কেন চিকেন ভাজা যাবে না! অবশ্যই যাবে।

লেবুর রস, লবণ, গোলমরিচ,আদা রসুন আর শুকনো মরিচ দিয়েই করা যাবে কিস্তি মাত। চিকেন কষাকে একটু বদলে নিলে পেট আর মন দুইই ভরে যাবে। চিকেনের সঙ্গে অনুপান হিসেবে যোগ করতে পারেন সিদ্ধ বিনস আর গাজর। কিছুটা কন্টিনেন্টাল স্টাইলে রান্না এই চিকেনের পদ বানানো খুব সহজ। তবে এই রান্নার মূল কথা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা জানালেন রাঁধুনি মেঘ বন্দ্যোপাধ্যায়। নইলে চিকেন থেকে তেল বের করা কঠিন।

পাতলা স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনে চিকেন রোস্ট তৈরি করতে হবে। বাসনের তলাটা কিন্তু হালকা পুড়ে যাবে। বাসনের মায়া করলে স্বাদ মিলবে না।

আসুন ড্রাই চিকেন রোস্ট উইথ চিকেন অয়েলের রেসিপি।

উপকরণ

চিকেন – (হাড়সহ) – ৬০০ গ্রাম

পাতিলেবুর রস– ৪ চামচ,

নুন– স্বাদ অনুযায়ী

গোলমরিচ থেঁতো করা– ৪ চামচ

শুকনো লঙ্কা– (গুঁড়ো করা) – ৩/৪ টে

মাখন– ২ চা চামচ

রসুন ও আদা থেঁতো করা– ২/ ৩ চা চামচ

পেঁয়াজের টুকরো– এক কাপ

রসুন কুঁচি– ২ চামচ

সাজানোর জন্যে

গাজর লম্বা করে কেটে হালকা ভাপিয়ে রাখা

বিনস– দুই টুকরো করে কেটে ভাপিয়ে নেওয়া

আলুসিদ্ধ – মাখন ও চিজ দিয়ে মেখে রাখা

চিজ গ্রেট করা– ৩/৪ চামচ

পাতিলেবুর টুকরো

প্রণালী: চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুনসহ সব কটি উপকরণ মাখিয়ে রাখুন। ফর্ক দিয়ে গায়ে চিরে দিলে মশলা ভালো করে ভেতরে পৌঁছবে। এবারে অল্প মাখন মাখিয়ে পাতলা স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ঢিমে আঁচে বসিয়ে তেল ছাড়া চিকেন দিয়ে এক নাগাড়ে নাড়তে থাকুন। চিকেনে থাকা চর্বি থেকে তেল বেরিয়ে আসবে। পোড়া ও প্রায় সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। চিকেন হাড় থেকে ছাড়িয়ে নিতে পারেন আবার হাড়সহ রেখেও দিতে পারেন। একটি প্যানে অল্প মাখন ও চিকেনের তেল গরম করে রসুন কুঁচি ফোড়ন দিয়ে পেঁয়াজ নেড়েচেড়ে চিকেনের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখুন। সিদ্ধ করা গাজর ও বিনস দিয়ে বা আলু সেদ্ধ সাজিয়ে লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন। চাইলে রোস্ট করা কারিপাতাও দিতে পারেন। সূত্র: আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:৫৪)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০