মাঝরাতে চিত্রনায়িকা অঞ্জনার বাসায় পুলিশ

যমুনা নিউজ বিডিঃ ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অঞ্জনা ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন। বুধবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে এমন ঘটনা ঘটে তার বাসায়। জানা গেছে, অঞ্জনার নির্মাণাধীন বাসায় কেউ ঢোকার চেষ্টা করছে। এ সময় ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন অভিনেত্রী। তার চিৎকারে পালিয়ে যায় তারা। এরপরই ফোন করে সাহায্য চান উত্তরখান থানায়।

এ বিষয়ে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লেখেন- আজ এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম রাত তখন আনুমানিক ২টা, আমি ড্রইংরুমে গেলাম। হঠাৎ আমার বাড়ির ছাদে মানুষের পায়ের আওয়াজ, ফিসফিস কথার শব্দ। ভয়ে গা শিউরে উঠল এত রাতে ছাদে কে। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ডাকি। আমাদের শব্দ পেয়ে তিন তলার ছাদ বেয়ে আগন্তুকরা নিচে নেমে যায়।

তিনি আরো লিখেছেন- আমি এক মুহূর্ত দেরি না করে উত্তরখান থানায় ফোন করি। সঙ্গে সঙ্গে এসআই মুশফিক ভাইসহ ৬-৭ জন পুলিশ সদস্য ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির নিচে চলে এলো। বাড়ির সামনের সাইডের একটি অংশে আমার বাড়ির নির্মাণাধীন কাজের অনেক বালি রাখা ছিল। তিন তলার ছাদ বেয়ে দুই তলার বারান্দার কার্নিশের অংশ থেকে নিচে বালিতে লাফ দিয়ে নেমেছিল তারা। বালিতে ৩-৪ জনের পায়ের ছাপ তৎক্ষণাৎ শনাক্ত করা হয়।

প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো লিখেছেন, চির কৃতজ্ঞতা আপনাদের প্রতি সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু এটা নিঃসন্দেহে প্রমাণিত। আমার ড্রাইভার ছুটিতে বাসায় একমাত্র আমি ও আমার ছেলে। দারোয়ানও আজ বৃষ্টির জন্য আসতে পারেনি। তাই হয়তো কেউবা এই সুযোগটাই খুঁজছিল কোনো ক্ষতি করার। যাই হোক আল্লাহর রহমতে কোনো প্রকার ক্ষতি হয়নি। আবারও কৃতজ্ঞতা পোষণ করি বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৩:৫২)
  • ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১