ফুলবাড়ী‌তে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পা‌লন।

 

মেহেদী হাসান, ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: ‘‌নির্ভুল জন্ম মৃত্য‌ু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে দিনাজপু‌রের ফুলবাড়ীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
দিবস‌টি উপল‌ক্ষে বৃহস্প‌তিবার সকাল ১১টায় উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উ‌দ্দিনের সভাপ‌তি‌ত্বে উপজেলা প্রশাসন আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় বক্তব্য রা‌খেন উপ‌জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,ম‌হিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ইউ‌পি চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো. আব্দুল কুদ্দ‌ুস,
মা‌নিক রতন,এনামুল হক, সাইফুল ইসলাম, ছা‌মেদুল ইসলাম,মাওলানা ন‌বিউল ইসলাম প্রমুখ।
এসময় ৭‌টি ইউনিয়ন ও পৌরসভার স‌চিব,উদ্যোক্তা, বি‌ভিন্ন সরকারী দপ্ত‌রের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপ‌স্থিত ছি‌লেন।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্প‌র্কিত বি‌ভিন্ন সমস্যা চি‌হ্নিত করণ ও সহজ সমাধানের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সেই সা‌থে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়‌নের জন্য বি‌ভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেরক,
মেহেদী হাসান
ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নিধি
মোবাইল :০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:০৩)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১