হিলশা সিটি রোটারী ক্লাব অফিসিয়াল ভিজিট করেছেন রোটারী গভর্নর

নিজস্ব প্রতিবেদকঃ


চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটির গর্ভনর অফিসিয়াল ক্লাব ভিজিট করেছেন রোটারী ক্লাবের ড্রিস্টিক গর্ভনর রুহেলা খান চৌধুরী পিএইচ এফ।

 

৭ই অক্টোবর শুক্রবার সকালে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারী ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ড্রিস্টিক গর্ভনর (২০২৩/২৪) ইঞ্জিনিয়ার রোটাঃ মতিউর রহমান, ড্রিস্টিক সেক্রেটারী রোটাঃ শাহাজাহান সাজু, ফিউচার ফাস্ট লেডী রোটাঃ সেলিনা ইসলাম, ড্রিস্ট্রিক ফাস্ট জেন্টালম্যান রোটাঃ জিয়া উদ্দিন, চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটির উপদেষ্টা রোটাঃ কাজী শাজাদাত পিপি, হিলশা সিটি রোটারী ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটাঃ রহিমা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ড্রিস্টিক গর্ভনর (২০২৩/২৪) ইঞ্জিনিয়ার রোটাঃ মতিউর রহমান, ড্রিস্টিক সেক্রেটারী রোটাঃ শাহাজাহান সাজু, ফিউচার ফাস্ট লেডী রোটাঃ সেলিনা ইসলাম, ড্রিস্ট্রিক ফাস্ট জেন্টালম্যান রোটাঃ জিয়া উদ্দিন, চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটির উপদেষ্টা রোটাঃ কাজী শাজাদাত পিপি, হিলশা সিটি রোটারী ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটাঃ রহিমা খাতুন।

চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটির প্রেসিডেন্ট মোঃ আলম মিয়াজীর সভাপতিত্বে ও পরিচালনায় আরো বক্তব্য রাখেন,
চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটির সেক্রেটারী রোটাঃ মোঃ তাজুল ইসলাম, ভাইস, প্রেসিডেন্ট রোটাঃ রাকিবুল হাসান রোমান, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ রাকিবুল হাসান, রোটাঃ মাহমুদা খানম, রোটাঃ আসিফুল ইসলাম, রোটাঃ সাখাওয়াত হোসেন, রোটাঃ সমির পোদ্দার, রোটাঃ ইলিয়াস মজুমদার, রোটাঃ এস এম মোর্শেদ সেলিম, ক্লাব টেইনার রোটাঃ মফিজ সরকার, রোটাঃ উৎফল, রোটাঃ শাহরিয়ার, রোটাঃ অ্যাড. মাহমুদুল হাসান কবির প্রমুখ। এসময় সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলের চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজড নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এবং অন্যান্য রোটারিয়ান ও রোটার্যাক্টগন উপস্থিত ছিলেন।

ক্লাব ভিজিট পূর্বে হোটেল গ্রান্ড হিলশার ২য় তলায় রোটারী ক্লাব প্রেসিডেন্ট ও সেক্টেটারীর সাথে চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটির গর্ভনরদের সাথে এক্সক্লুসিভ মিটিং করেন।

এছাড়া অনুষ্ঠানের শুরুতেই অথিতিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন, রোটাঃ সাইফুল ইসলাম এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৩৫)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১