র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন আইজিপিকে

অনলাইন ডেস্ক-নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইজিপি র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৭:৫১)
  • ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ