নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

নিয়ামতপুর(নওগাঁ)সংবাদাতাঃ ” দুর্যোগে আগাম সর্তকবার্তা – সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মেইন গেট থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ল্যাবরেটরি স্কুল মাঠ চত্ত্বরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আছয়াদুল্লাহ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। সভা শেষে নিয়ামতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব অফিসার আসলাম হোসেন খন্দকারের নেতৃত্বে দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:০৩)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১