রাউজানে ১শত ৩৮টি বিহারে সরকার প্রদত্ত চাউল বিতরন

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে সরকার কর্তৃক ভোগ্যপণ্য বিতরন করা হয়েছে। প্রতিটি বৌদ্ধ বিহারে ৫শত কেজি করে ১শত ৩৮টি বৌদ্ধ বিহারে ৬৯ হাজার ৫শত মেট্রিক টন চাউল বিতরন করা হয়। গতকাল ১৬ অক্টোবর রবিবার সকালে রাউজান উপজেলা পরিষদ হল রুমে বৌদ্ধ বিহারের ভিক্ষুদের মধ্যে এ চাউল বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্ল্হা আল হারুন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ, বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ভুপেষ বড়–য়া, অংশুমান বড়–য়া, স্বপন বড়–য়া, সুমন কল্যান বড়–য়া। পড়ে পাহাড়তলী ও বিনাজুরীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারকে ১৬ বান্ডিল ঢেউটিন ও ৪৮ হাজার টাকা তুলে দেয় এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এর পর সংসদ সদস্য রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কীটনাশক প্রদানের জন্য স্প্রে মেশিন বিতরন করেন। দুপুরে রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন সাংসদ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:১৯)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১