পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি তার বক্তব্যে বলেন,এ দেশের প্রধান মন্ত্রী নারী নেতৃত্বকে সামনে নিয়ে এসেছেন। আগে পিতার নামে সন্তান পরিচিত হতো। এখন সব জায়গায় পিতার পাশে মাতার নাম প্রকাশ করতে হয়। একটি শিশুকে প্রতিস্ঠিত করতে সবার আগে ভূমিকা রাখতে হয়। মা হলো তার মন্তানের বড় শিক্ষক।

রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, কাউন্সিলর মালেক শেখ।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিভারসাইড কিন্ডারগার্টেন প্রিন্সিপ্যাল তানিয়া ইশতিয়াক খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধ্রুবরাজ বণিক, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও গ্রীণ বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক মো. আশিক খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া ভূঁইয়া বতু, ফটোজানালিস্টের নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ শাওন পাটওয়ারী, সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হারুন আল রশীদ। এ সময়ে উপস্থিতি ছিলেন

রিভারসাইড কিন্ডারগার্টেনের ভাইস চেয়ারম্যান জাকারিয়া বতুর সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দ সাহ,  পারভেজ মামুনসহ অভিবাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:৪৮)
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১