ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও কিডনি পরিক্ষা

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আগে দেশ, সোনার বাংলা ফাউন্ডেশন (এসবিএফ) ও টিএম হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পরে টিএম হেলথ কেয়ার চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খাঁন কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন বাবু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এম. আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (নেফ্রোলজী) ডা. মো. ফজলে এলাহী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) চীপ অপরেটিং অফিসার (সিও) অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম (এনডিসি), ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খাঁন কিডনী সেন্টারের নির্বাহী পরিচালক মরিয়ম বেগম, পরিচালক শিরীন আক্তার, পরিচালক (প্রশাসন) সহকারী অধ্যাপক মো. সাদেকুল ইসলাম, গ্রীণল্যাÐ মডেল স্কুলে ব্যবস্থাপনা পরিচালক সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমুখ।
সকাল ৯টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমলপুরস্থ টিএম হেলথ কেয়ার চত্ত¡রে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ ও কিডনী রোগ নিরুপক স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ২ শতাধিক বিভিন্ন নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:০৫)
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১