স্বাধীনতা মানে –
মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিনের নির্ভীক আজান
নামাজের জামাত ঈদের মিলন
স্বাধীনতা মানে –
চোখের ছানি ফেলা মানুষের মুক্ত আকাশ দেখা
পা হারানোর কৃত্তিম পায়ে-হাঁটা।
স্বাধীনতা মানে –
কৃষকের খেটে খাওয়া কৃষাণীর ফসল কেটে তোলা
মৌসুমী পিঠা খাওয়ার আনন্দ।
স্বাধীনতা মানে –
নকল মুক্ত শিক্ষাঙ্গন, শোষণমুক্ত সমাজ
অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা।
স্বাধীনতা মানে –
মুক্তচিন্তার বিকাশ -অধিকার আদায়
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
স্বাধীনতা মানে –
চিন্তা মুক্ত ঘুম, নিজ কর্মে ব্যস্ত থাকা
‘ মা ‘ ডাকার তৃপ্তি।
আপডেট টাইম : শনিবার, মার্চ ২৫, ২০২৩, ৬০ বার পঠিত
