চাঁদপুর জেলা পুলিশ সুপারের সাথে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

 

স্টাফ রিপোর্টার। চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দরা। এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবনির্বাচিত
৩১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালাকাটি তুলে দেন।

এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপার বলেন, দেশ ও জাতির কল্যাণে মানবাধিকার ক্ষুন্নকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে । সংগঠনটি মানব সেবায় অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনেকরি।
ধর্ষণ ও নির্যাতন ,সন্ত্রাস,মাধক ,বাল্য বিয়ে যে কোন অপরাধ বিষয়ে তথ্য দিয়ে মানবাধিকার কাজ করবে এবং পুলিশের পক্ষ থেকে তাহা সহযোগিতা করা হবে।

২৯ মার্চ বুধবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চাঁদপুর জেলা কমিটির সভাপতি আল ইমরান ( সোহাগ) ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ রুমায়েন হোসেনএর নেতৃত্বে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সাথে এ সৌজন্য সাক্ষাৎ করছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা কমিটির সদস্যরা। তবে

জানাযায় গত ৩ মার্চ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় সভাপতি এ টি এম মনতাজুল করিম এর স্বাক্ষরিত পত্রে এ চাঁদপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

চাঁদপুর জেলা জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ কালে এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সভাপতি মোঃ আল ইমরান (সোহাগ), সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-ভাপতি নজির আহমেদ, সহ-সভাপতি হোসনি মোবারক, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ফায়সাল আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক তৈয়মুল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুমায়েন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহনেওয়াজ পারভেজ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম করিম, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, কোষাধ্যক্ষ মোঃ জাফর উল্ল্যাহ, দপ্তর সম্পাদক মোঃ আবু তাহের গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন খান, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আজিজ পাঠান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ মোশারফ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহেদুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ইমু, ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, তথ্য বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রোজেল, কার্যকরী সদস্য সাথী আক্তার, সায়েদ মোহাম্মদ কবির, রেজাউল করিম রিয়াদ, মোঃ শাওন হোসেন, চৌধুরী এ কে এম আহমেদ সিদ্দিক, মোহাম্মদ মামুন গাজি ও মোহাম্মদ নুরুল কবির বাঁধনসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১২:৪০)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০