চিলমারীতে তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ-২০২৩ এর বাছাই পর্ব অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০ ঘটিকায় রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভা কক্ষে “তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ ” কমিটির উদ্যোগে তৃতীয় বারের মত ইসলামী সঙ্গীত অনুষ্ঠান প্রতিযোগিতার যাচাই- বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারে ১০টি হাফিজিয়া ও নুরানী মাদ্রাসার মোট ৪৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের কে (গ্রুপ-১ এবং গ্রুপ-২) এ ২ ভাগে বিভক্ত করা হয়েছে। দুই দলের বিচারক মন্ডলীর সহযোগিতায় যাচাই-বাছাই পর্বটি অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ-১ এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সায়েম রসুলপুরী, সহকারী শিক্ষক তেলিপাড়া (মন্ডলপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোঃ লিমন শেখ, পরিচালক, কুড়িগ্রাম টিউন এবং হাফেজ মোঃ আবু তাহের, শিক্ষক থানাহাট বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা চিলমারী। গ্রুপ -২ এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাছুম বিল্লাহ, পরিচালক, অগ্নিবীনা ইসলামিক শিল্পী গোষ্ঠী ও মোঃ জিয়ন রায়হান, আবৃত্তি শিক্ষক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, উলিপুর। বর্তমান আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম.এস আরিফের সঞ্চালনায় যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, “তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ কমিটির পক্ষে মোঃ আবু সাইদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান হাফিজ, সহকারী শিক্ষক গৌর মোহন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, তালিমুল কোরআন সুপ্ত প্রতিভা বিকাশ কমিটির অন্যতম সদস্য মোঃ লিয়ন মিয়া প্রমুখসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন। পরে ৪৫ জন প্রতিযোগির মধ্যে থেকে ২০ জন প্রতিযোগি কে চুড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়েছে। চূড়ান্ত পর্বটি আগামী ১৫ই এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৩:৩২)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১