ফ্রী ফায়ার ও পাবজি বন্ধ করুন- এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর।

ফ্রী ফায়ার ও পাবজি বন্ধ করুন- এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর। কিশোর-কিশোরী ও তরুনদের কাছে ইদানীং জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রী ফায়ার ও পাবজি। কোরিয়ান গেমস ব্লু হোয়েল ভিডিও চালু হওয়ার পর মাত্র কয়েক বছরের মধ্যেই এটি দ্রুত বাংলাদেশের কিশোর কিশোরী ও তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে। অন্যদিকে চায়নার তৈরি ফাইটার গেমস ফ্রী ফায়ার একই ভাবে ওই তরুন তরুনীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে। এই গেমস দুটি ব্যবহারের ফলে দিনে দিনে এর অপব্যবহারের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে নানাহ কর্মযজ্ঞের মাধ্যমে জঘন্যতম কিশোর গ্যাং সৃষ্টি হয়ে উঠেছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে দিনের পর দিন চরমভাবে বিপথগামী হয়ে উঠেছে দেশের তরুন সঅমাজ। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে অনলাইন ভিত্তিক ক্লাসে পরিচয় হওয়ার কারনে অভিবাবকরা তার সন্তানদের হাতে সহসাই ল্যাপটপ , এনড্রয়েড মোবাইল তুলে দিতে বাধ্য হচ্ছে। এই সুযোগটি বেশিরভাগই অপব্যবহার হচ্ছে। পর্যায়ক্রমে তরুনরা এই গেমস দুটি’র প্রতি আসক্ত হয়ে পড়ছে দারুণ ভাবে। লেখাপড়া থেকে ছাত্র ছাত্রীদের মন উঠে গেছে, তাই এই গেমস দুটি জরুরী ভিত্তিতে বন্ধ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ -এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর। পাশাপাশি তিনি আরও বলেন যে, ইনটারনেটে সহজলভ্য টিকট্যাক,লাইকী, ভিগো ও এই গেমসে আসক্তির প্রতিফলন হিসেবে পাড়া-মহল্লায় কোমলমতি তরুন সমাজের মধ্যে সংঘাত বাড়ছেই। যাহা সমাজকে অশান্ত করে তুলছে। দেশ ও জাতির ভবিষ্যত কল্যাণে জনস্বার্থে দ্রুত এসব বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোরালো ভাবে আহবান জানান এনসিবি’র চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:২১)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০