ফেনীতে ৪ লাখ ৮ হাজার টাকা মূল্যের সাড়ে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীতে র্যাব সদস্যরা এক অভিযানে ২৫.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. সুজন (২৭)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেরার গান্ধাশ্রী গ্রামের বাসিন্দা। ১৮ জুন শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল উড়াল সেতুর নীচ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৮ হাজার টাকা। র্যাব-৭, ফেনী ক্যাম্প সুত্র জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কথিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল উড়াল সেতুর নীচে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি দল ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল উড়াল সেতু এলাকায় পৌঁছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে মো. সুজন (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার হেফাজতে থাকা দুইটি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ২৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেন এবং ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী ফেনী সদর উপজেলার মহিপাল উড়ালসেতুর নীচে অভিযান চালিয়ে ২৫.৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামীর বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের ও তাকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আপডেট টাইম : রবিবার, জুন ২০, ২০২১, ৯৩ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- রবিবার (রাত ৮:৪০)
- ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
- ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
- ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)