সোনালী ব্যাংকে টাকা ডিপোজিট করলেই পাবেন ৩ লাখ টাকা

সোনালী ব্যাংকে এক লাখ টাকা ডিপোজিট করলেই পাবেন তিন লাখ টাকা !

এবার সোনালী ব্যাংক অভিনব কিছু স্কিম নিয়ে এসেছে

সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ট্রিপল বেনিফিট

স্কিম দিচ্ছে এই সুবিধাঠিক কীভাবে পাওয়া যাবে

এই তিনগুণ মুনাফা সেটা এবার দেখে নেয়া যাক।

এককালীন এই স্কিমে টাকা জমা রাখতে হবে কমপক্ষে ৫০ হাজার বা এর গুণিতক হিসেবে।

প্রাপ্য মুনাফার হার থাকবে ৯ শতাংশ (চক্রবৃদ্ধি হারে)।

পূরন মেয়াদে অর্থাৎ ১২ বছর ৯ মাসে এই স্কিমের টাকার পরিমাণ হবে তিনগুণ।

ট্রিপল বেনিফিট স্কীম (TBS) Triple benefit scheme: সময় কাল:

মুনাফার হার ৯.০০% (চক্রবৃদ্ধি) ৬ মাস পূর্তিতে ৩.০০% সরল মুনাফা।

১ বছর পূর্তিতে ৩.৫০% সরল মুনাফা।

২ বছর পূর্তিতে ৪.০০% সরল মুনাফা।

৫ বছর পূর্তিতে ৫.৫০% সরল মুনাফা।

তবে সময়ের সাথে সাথে মুনাফার হারও বাড়তে থাকবে।

৬ বছর পূর্তিতে ৬.০০% সরল মুনাফা।

৭ বছর পূর্তিতে ৬.৫০% সরল মুনাফা। ৮ বছর পূর্তিতে ৭.০০% সরল মুনাফা। ৯ বছর পূর্তিতে ৭.৫০% সরল মুনাফা।১০ বছর পূর্তিতে ৮.০০% সরল মুনাফা।

১১ বছর পূর্তিতে ৮.৫০% সরল মুনাফা। ১২ বছর পূর্তিতে ৯.০০% সরল মুনাফা। ১২ বছর ৯ মাস পূর্তিতে ৯.০০% চক্রবৃদ্ধি মুনাফা।এই স্কিমে টাকা রেখে তিনগুণ টাকা প্রাপ্তির ক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্তও রয়েছে।

সরকারী নিয়মানুসারে উৎসে কর এবং আবগারী শুল্ক আমানতকারীর হিসাব হতে কর্তন করা হবে।

মেয়াদ উত্তীর্ণের পূর্বে টিবিএস হিসাব ভাঙলে উপরল্লিখিত মুনাফার হার প্রযোজ্য হবে তবে পূর্বে খোলা হিসাব সমূহের নীতিমালা সংশ্লিষ্ট সারকুলার/পরিপত্র অনুযায়ী পরিচালিত হবে। শুধু তাই নয়, অন্যান্য শর্তের মধ্যে রয়েছে,

হিসাব খোলার নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রতিষ্ঠানের নামেও এ হিসাব খোলা যাবে।

মেয়াদ পূর্তিতে মুনাফার পরিমাণ হ্রাস / বৃদ্ধি পেলে শাখায় সুদ হিসাব সমন্বয়ের মাধ্যমে আমানতকারীকে বিধি মোতাবেক প্রাপ্য অর্থ পরিশোধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৫১)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১