চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপ-২০২৩ এর শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক:১৫জুলাই
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির আয়োজনে চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপ, মহিলা ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়ানশীপ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক , সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। দাবা কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেক এর পরিচালনায় ১৪ জুলাই, শুক্রবার বিকেলে,এম,এ আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর জসীমউদ্দিন, দাবা কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর নোমান আহমেদ সিদ্দিক ও মহসিন জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাকিব উল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, ফিদে মাষ্টার আব্দুল মালেক, সদস্য কামরুল ইসলাম,নুরুল আমিন প্রমুখ।
ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ১০৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন. শীর্ষ ৬ জন দাবাড়ু ঢাকায় অনুষ্ঠিত জাতীয় বি দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশ গ্রহন করবে। একই সাথে আগামী ২১জুলাই
ইয়ুথ দাবা এবং ২৪ শে জুলাই থেকে মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেলা একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ানশীপে চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে রাকিব উল ইসলাম ও আরবিটার হিসেবে মোঃ নুরুল আমিন দায়িত্ব পালন করছেন।
শনিবার সকাল ১০টায় ২য় রাউন্ড ও ৩য় রাউন্ডের খেলা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:৪৭)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১