প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দুই দিনের বৃষ্টিতে ভেঙ্গে পড়ে গেল

প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারি মহৎ উদ্যোগকে কি এমনি করেই ধ্বংস করে দিবে ঠিকাদারেরা। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের কয়েক লক্ষ ভূমিহীন ছিন্নমূল পরিবারকে একটি সাবলীল বসবাস উপযোগি ঘর প্রদান করার মত এমন এক মানবিক প্রকল্প গোটা জাতির জন্য অসাধারণ কৃতিত্বের বিষয়। বাংলার মানুষ গৌরবের ও আনন্দের সাথে একদিন বলবে- এ দেশে কোনও গৃহহীন নেই।কিন্তু কিছু অসৎ কর্মকর্তা আর নির্লজ্জ ঠিকাদারের দল ব্যর্থতার কালিমা লেপে দিচ্ছে এই মহান উদ্যোগে। একি প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন, নাকি ধরা পড়বে সে দুর্নীতিবাজরা। বগুড়ায় মাত্র দু’দিনের বৃষ্টিতেই ভেঙে পড়ল আশ্রয়ণ প্রকল্পের একটি ছাড়া বাকি সব ঘর, যেখানে এখনো বসবাস শুরুই হয়নি। লালমনির হাট সদর উপজেলার মোগলহাটে সামান্য বাতাসেই উড়ে গেল পাকা ঘরের চাল গুলো। রৌমারীতেও বৃষ্টিতে ভেঙ্গে ধ্বসে পড়েছে আশ্রয়ন প্রকল্পের ঘর। সারা দেশেই কমবেশি পাওয়া যাচ্ছে এমন চিত্র। মোহনগঞ্জে ও বরগুনা ঘটেছে একই ঘটনা। কর্মকর্তা গণ এই অপকর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেয়ে বেশি ততপর সংবাদ মাধ্যমকে ঘটনার প্রচার থেকে বিরত রাখতে। এক মহীয়সি নারী ঘুম-খাওয়া হারাম করে দিনরাত খেটে চলেছেন দেশটাকে একটা সম্মান জনক অবস্থানে প্রতিষ্ঠিত করার জন্য, আর চার পাশে হিংশ্র নেকড়ের দল শ্যান দৃষ্টিতে তাকিয়ে আছে উন্নয়নকে অম্লান করে দিতে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:৫৪)
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০