প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ডাবুয়া খালের বেড়িবাঁধ ভেঙে ধসে গেছে রাস্তাঘাট

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতে ডাবুয়া খালের
বেড়ি বাঁধ ভেঙে ধসে গেছে রাস্তাঘাট। রবিবার (৬ আগস্ট) ভোরে রাউজান পৌর জানালি হাট এলাকায় পাহাড়ি ঢলে ডাবুয়া বেড়ি বাঁধ ভেঙে যায়। পানির শ্রোতে ডুবে গেছে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদ্বীপ পাড়া,জানালী হাট,কাজী পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম। । স্থানীয় সূতে জানা গেছে, পৌর জানালী হাটের পাশে ডাবুয়া খালের বেড়িবাঁধটি সিমেন্টের বস্তা দিয়ে নির্মাণ করেছে একমাস হয়নি, চার দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে এলাকার মৎস্য চাষিদের পুকুর, ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। ডাবুয়া খাল বেড়িবাঁধ ভাঙন পরিদর্শন করে পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান জানান,আমার এলাকায় পাহাড়ি ঢলে ডাবুয়া খালের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পানির শ্রোতে রাস্তাঘাট-কালভার্ট ক্ষতি হয়েছে। পানিবন্দি রয়েছে মানুষ। পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন জানান, পাহাড়ি ঢলে কাঁশখালী খাল ও বেরুলিয়া খালের পানির শ্রোতে তাঁর এলাকার কয়েকটি গ্রাম,রাস্তাঘাট ডুবে যায়। তিনি গভীর রাতে নেতাকর্মীদের নিয়ে এলাকায় পানিবন্দী হওয়া মানুষদের জলবদ্ধ নিরাসনে কাজ করেন। পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন জানান, তার ইউনিয়নে অতিবৃষ্টি ও হালদার জোয়ারের পানিতে কয়েকটি সড়ক ধসে গেছে।রাউজান পৌর এলাকার টেউয়া পাড়ার বাসিন্দা মৎস্য চাষি প্রদীপ শীল জানান, তাঁর মাছ চাষের পুকুর ডুবে গিয়ে ভেসে গেছে মাছ।এতে লাখ টাকার ক্ষতি হয়েছে। সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:২৫)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১