আবারও সাঁড়ার পদ্মা নদী ভাঙ্গন শুরু আতঙ্কে এলাকাবাসী যে কোনো সময় ধসে যাওয়ার আসঙ্খা গ্রাম রক্ষা বাঁধের

জাহিদুল ইসলাম নিক্কন: নদী পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙ্গন। দেশে প্রতিবছরই বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের শিকার হয়। এতে বসতভিটা জায়গা-জমি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্ররাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে। নদী ভাঙ্গনে বাদ পড়েনি ঈশ্বরদী উপজেলার সাঁড়ার পদ্মা নদী। আবার ও শুরু হয়েছে সাঁড়ার পদ্মা নদীর ভাঙ্গন, ফসলি জমি হারিয়ে নিস্ব হয়েছে অনেক পরিবার। সরজমিনে গিয়ে দেখা ঈশ্বরদী উপজেলার সাঁড়া ৭ নং ওয়ার্ডের সাঁড়া থানা পাড়া এলাকা থেকে ভাঙ্গা শুরু হয়ে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাঝদিয়া ইসলাম পাড়ার শেষ পর্যন্ত এ ভাঙ্গন অব্যহত রয়েছে। হঠাৎ কয়েক দিনের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩শ মিটার জমি । অনেকে ধরণা করছেন যে কোনো সময় ধসে যেতে পারে কংকিটের তৈরী ব্লক বাঁধ। হুমকির মুখে রয়েছে ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র গ্রাম রক্ষা বাঁধ,বসতভিটা,মসজিদ,দোকানপাট সহ বহু স্থাপনা। ইউনিয়নের শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে। ঈশ্বরদী উপজেলার সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের আগে জন প্রতিনিধীরা নদী ভাঙ্গনের কবলে পড়া মানুষদের বিভিন্ন ধরণের আশ্বাস দিলেও এখনো মেলেনি কোনো প্রতিকার,হয়নি নদী পাড়ের মানুষদের কোনো উন্নয়ন।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, বহু দিন ধরে সাঁড়ার পদ্মা নদী ভাঙ্গন অব্যহত রয়েছে । নির্বাচন আসলে অনেকেই নানান রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে নদী পাড়ের মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়ে যায় । গ্রামবাসীরা বলছেন অতিসত্বর ভাঙ্গন রোধে কার্যকর প্রদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা । কার্যকর প্রদক্ষেপ গ্রহণের জন্য দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন জন সাধারণ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৪:১০)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০