স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশজুড়ে। এই মাছের ডিমের চাহিদাও কম নয়।নদী থেকে আসা ইলিশের ডিমের দাম এখন আকাশচুম্বী।
চাঁদপুরের বাজারে এখন ইলিশের ডিম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকা দরে।
ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে চাঁদপুরের মাছঘাটে আসা পচা-গলা ইলিশ মাছ কিনে এগুলোর পেট থেকে ডিম বের করে তা চাঁদপুরের ইলিশের সুস্বাদু ডিম বলে বিক্রি করছেন কতিপয় ব্যবসায়ীরা।
উপায় না পেয়ে বাধ্য হয়েই অনেকে ইলিশের ডিম কিনছেন। মাছ ব্যবসায়ীরা বলছেন, মাঝে মধ্যে সুস্বাদু এই মাছের ডিমের দাম ১০০-২০০ টাকা কম বেশি হচ্ছে।