সোনার বাংলা গড়তে মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বগুড়া জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নানামুখী উদ্যোগ নিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার আর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে এই দেশে মালিক ও শ্রমিক সর্বদা একমত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি মালিকদেরও স্বার্থ সংরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানান শ্রমিকদের প্রতি। ‘শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে মহান মে দিবস ২০২২ উপলক্ষে বগুড়ায় জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র বগুড়ার আয়োজনে রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার উপ-মহাপরিদর্শক ইকবাল হোসাইন খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তীর্ বিপিএম, আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, রাজশাহী বিভাগীয় শ্রম আদালতের সদস্য আব্দুস সালাম, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম এবং বৃহত্তর নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। সভায় এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ও মালিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:১১)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১