বগুড়ায় পুলিশ লেখা ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল

আদমদিঘী প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুলিশ লেখা ট্রাভেল ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল বহনের সময় বাবু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু রাজশাহীর চারঘাট উপজেলার হদিনগাছি গ্রামের বাবর আলীর ছেলে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে যাত্রীবেশে এক যুবক ফেনসিডিল বহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে মাদকবিরোধি অভিযান চালানো হয়। পরে রবিবার রাত ১২টার দিকে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে থামলে যাত্রীবেশে মাদক পাচারকারী বাবু ”POLICE’ পুলিশ লেখা ট্রাভেল ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল বহন করার সময় ৩ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক এবং তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশিকরে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, কৌশলে ট্রেনে মাদকবহনকরি ওই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধি অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:১৬)
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০