চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

যমুনা নিউজ বিডিঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিযুক্তের ঘোষণা দিয়েছেন।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

গোটাবায়া বলেন, সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও জনগণের বিশ্বাস রয়েছে, এমন একজনকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হবে।

গোটাবায়া আরও বলেন, নতুন একটি সাংবিধানিক পরিবর্তন আনা হবে, যা ১৯তম সংশোধনীর ধারাগুলোকে আরও শক্তিশালী করবে।

গোটাবায়া জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ দেশকে স্থিতিশীল করার জন্য পরিকল্পনা তুলে ধরবে।

তিনি বলেন, কেউ কেউ নির্বাহী প্রেসিডেন্সি বাতিল চেয়েছেন। সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আমি আলোচনা করব।

শ্রীলঙ্কা একটি গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে গোতাবায়া রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে জনগণের সমর্থন কামনা করেন। যারা সহিংসতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট সেদেশে, বেড়েছে মূল্যস্ফীতি। দেশটিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে।

বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। এমন টানাপোড়েনের মধ্যেই নতুন করে মন্ত্রিসভা গঠন ও নতুন প্রধানমন্ত্রী নিযুক্তের কথা জানালেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৯:২৮)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০